ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

যুবাদের স্কিল ক্যাম্প শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
যুবাদের স্কিল ক্যাম্প শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। দেশের মাটিতেই হবে এবারের যুব বিশ্বকাপ।

জুনিয়র টাইগারদের চোখ এবার শিরোপায়। তাইতো সম্ভাবনাময় দলটিকে নিয়ে বেশ আগেভাগেই স্কিল ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুরের একাডেমি মাঠে রোববার (১৬ আগস্ট) দুপুরে স্কিল অনুশীলনে ছিলেন ১০ ক্রিকেটার। অনুশীলনের প্রথম দিনে রানিং করে কাটিয়েছেন ক্রিকেটাররা। মূল ক্যাম্প শুরুর আগে মিরপুরে অনুশীলন চলবে আরও ৯ দিন। জুনিয়র টাইগারদের মূল ক্যাম্প শুরু হবে ২৯ আগস্ট। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে যোগ দেবেন দলের সকল ক্রিকেটাররা।

চলতি বছরে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের যুবারা। এ বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হারের পরও টানা তিনটি ম্যাচ জিতে ৩-২ এ সিরিজ জেতে টাইগার যুবারা। এরপর ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত ম্যাচের সিরিজ ৬-১ এ জেতে স্বাগতিকরা। গত মাসে ফিরতি সিরিজে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ৫-২ এ সিরিজ জেতে মিরাজ-শান্তরা।

ছন্দে থাকা দলটাকে আরও বেশি স্কিলড করতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে। বিসিবি’র সঙ্গে ১৬ সপ্তাহের চুক্তি করা স্টুয়ার্ট আসছেন ২৪ আগস্ট। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত জুনিয়র টাইগারদের সঙ্গে থাকবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ১৬ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।