ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের এগারো প্রতিষ্ঠানের নাম ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
বিপিএলের এগারো প্রতিষ্ঠানের নাম ঘোষণা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দলগুলোর মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করা ১১টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিপিএলের গভর্নিং কাউন্সিলের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা হয়।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলরের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। আরও উপস্থিত ছিলেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। আফজালুর রহমান সিনহার ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

তৃতীয় আসরের বিপিএলের দলগুলোর মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করা ১১টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে নতুন হিসেবে তিনটি প্রতিষ্ঠান তাদের আগ্রহ প্রকাশ করে। নতুন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেক্সিমকো, স্কয়ার এবং সোহানা গ্রুপ অব কোম্পানি।

এছাড়া বাকী আটটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইনডেক্স, এক্সিওম টেকনোলজি, ডিবিএল, বিবিএস ক্যাবল, বেঙ্গল গ্রুপ, নেটওয়ার্ল্ড বাংলাদেশ ফাইবার এট দ্য রেট হোম লিমিটেড এবং ব্লুজ কমিউনিকেশ।

দলগুলোর মালিক বা ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করা এই ১১টি প্রতিষ্ঠানের মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হবে।

এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আই এস মল্লিক জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা চূড়ান্ত সাতটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করব। দশটি প্রতিষ্ঠানের মধ্যে যারা ক্রিকেটের জন্য বেশি আগ্রহী, যাদের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ঠতা রয়েছে, ক্রিকেটের উন্নয়নে কাজ করতে ইচ্ছুক তাদের বেছে নেওয়া হবে।

নভেম্বরের ২২ থেকে ২৫ তারিখের মধ্যে শুরু হবে বিপিএলের তৃতীয় আসর।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র তত্ত্বাবধানে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরটি বসেছিল। এরপর ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। তবে, দ্বিতীয় আসরের ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে বন্ধ হয়ে যায় বিপিএল। ফলে, ২০১৪ সালে টুর্নামেন্টটি আয়োজন করা হয়নি। এছাড়া ছিল বকেয়া পরিশোধ না করার বিষয়টি।

প্রথম আসরে মোট ৬টি দল অংশ নেয়। তবে, দ্বিতীয় আসরে একটি দল বাড়িয়ে সাতটি দল করা হয়। এবারের আসরেও থাকছে সাতটি দল। পুরনো ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ না করায় নতুন মালিকানায় খেলবে দলগুলো। গত ২৮ জুলাই জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন দিয়ে দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ১৮ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।