ঢাকা: হাঁটুর ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন দলের বাইরে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অনিশ্চিত ফাফ ডু প্লেসিস।
দু’দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। ডারবানে প্রথম ম্যাচে প্রোটিয়ারা ৬ উইকেটের দাপুটে জয় পেলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ব্ল্যাক ক্যাপসরা। ঘরের মাঠে সিরিজ জিততে ব্যর্থ হয় ভিলিয়ার্স-আমলারা।
ওয়ানডে দলে অতিরিক্ত একজন ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করবে দ. আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। তবে কাকে সুযোগ দেওয়া হবে তা জানা যায়নি। অন্যদিকে, ডু প্লেসিসের জায়গায় খেলবেন ফারহান বেহারদিয়েন।
প্রোটিয়াদের কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘ডু প্লেসিস এখনো ইনজুরি মুক্ত নয়। সে সম্পূর্ণ ফিট না হলে তার শূন্যস্থান পূরন করবে ফারহান। তবে আমরা নতুন একজন ব্যাটসম্যানকে স্কোয়াডে রাখব। পরবর্তীতে অন্য কেউ ইনজুরি আক্রান্ত হলে তাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে। ’
অন্যদিকে, পিতৃত্বকালীন ছুটিতে থাকায় টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও খেলতে পারছেন না জেপি ডুমিনি।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
আরএম