ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টেলএন্ডারদের সঙ্গ চান সৌম্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
টেলএন্ডারদের সঙ্গ চান সৌম্য ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডেতে নিজেকে প্রমাণ করেছেন সৌম্য সরকার। আইসিসি র‌্যাংঙ্কিংয়ে তার বর্তমান অবস্থান ১৫তম।

তবে টেস্টে এখনও নিজেকে মেলে ধরতে পারেন নি এ বাঁহাতি। তিন টেস্ট পাঁচ ইনিংসে খেলে করেছেন ১০৭ রান। নেই কোনো অর্ধশতক, সর্বোচ্চ ৩৭। এই খোলস থেকে বের হয়ে টেস্টেও নিজেকে মেলে ধরতে চান সৌম্য।
 
বুধবার কন্ডিশনিং ক্যাম্পের কার্যক্রম সেরে সাংবাদিকদের সৌম্য বলেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্টে নিজেকে প্রমাণ করা বাকি আছে। টেস্টেও নিজেকে মেলে ধরতে চাই। ’
 
ওয়ানডে ওপেনার হলেও টেস্টে দলের কম্বিনেশনের কারণে ব্যাটিংয়ে নামেন ছয় অথবা সাত নম্বরে। এমন পজিশনে ব্যাটিং করা কঠিন হলেও টেলএন্ডার ব্যাটসম্যানদের সঙ্গ পেলে ভালো স্কোর করা সম্ভব বলে মনে করেন এই ব্যাটিং জিনিয়াস, ‘সাত নম্বরে ব্যাটিং করা কঠিন। তবে যদি নিচের সারির ব্যাটসম্যানদের সঙ্গ পাই তাহলে অবশ্যই বড় স্কোর করা সম্ভব। ’
 
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সৌম্য বলেন, বিশ্বকাপে ইচ্ছা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার। সেটা পূরণ হয়নি। এবার ঘরের মাঠে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ। আমি খেলার জন্য মুখিয়ে আছি। ’
 
উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে স্টিভেন স্মিথের নেতৃত্বে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৯ অক্টোবর  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।