ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাদ পড়লেন হ্যাজেলউড, আসছেন কামিন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বাদ পড়লেন হ্যাজেলউড, আসছেন কামিন্স ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়লেন জস হ্যাজেলউড। তবে ডানহাতি ‍এ ফাস্ট বোলারের দল থেকে বাদ পড়ার ব্যাপারে সঠিক কোন ব্যাখ্যা দেননি কোচ ড্যারেন লেহমান।



এ প্রসঙ্গে লেহমান বলেন, ‘অস্ট্রেলিয়ার গত নয় টেস্টে মধ্যে জস ছয়টি ম্যাচই খেলেছে। সেই সঙ্গে বিশ্বকাপেও সে দলের হয়ে দারুণ ভূমিকা রেখেছে। এই মুহূর্তে তার বড় কোন ইনজুরি সমস্যা নেই। ছোটখাটো কিছু বিষয়ের জন্য তাকে শেষ টেস্টে বিশ্রামে দেওয়া হচ্ছে। ’

এদিকে ওভাল টেস্টে তরুণ পেসার প্যাট কামিন্সের অভিষেক হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন লেহমান। আর এমন হলে কোন ম্যাচ না খেলেই ইংল্যান্ড সফর শেষ হতে পারে অভিজ্ঞ পেসার পিটার সিডলের। হ্যাজেলউড অ্যাশেজের চার টেস্ট খেলে ১৬টি উইকেট দখল করেছেন। ইংল্যান্ড ইতোমধ্যে ৩-১ ব্যবধানে সিরিজ জয় করেছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।