ঢাকা: আগামী মাসের শেষের দিকে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আসন্ন সিরিজকে সামনে রেখে ২৭ ক্রিকেটারকে নিয়ে আগামী শনিবার (২২ আগস্ট) মিরপুরে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প।
আগেভাগেই ক্যাম্প শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বুধবার মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প এ দলের অ্যাওয়ে সিরিজ ও জাতীয় দলের অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে।
কন্ডিশনিং ক্যাম্প নিয়ে নান্নু বলেন, ‘আমরা এক মাসের জন্য এই ক্যাম্পটা শুরু করছি। এখানে ওয়ানডে-টেস্ট সব ফরম্যাটের ক্রিকেটার আছে। সামনে ‘এ’ দলের বড় একটি সফর রয়েছে। ৪৫ দিনের সফরে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে কয়েকটি ম্যাচ খেলবে ‘এ’ দল। সেখানে কিছু ক্রিকেটার প্রয়োজন হবে। এ ছাড়া সামনে জাতীয় দলের অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা রয়েছে। আমার কাছে মনে হয়, এই ক্যাম্প থেকে ক্রিকেটাররা উপকৃত হবে। ’
এ দলের ক্রিকেটার বাছাই প্রক্রিয়া নিয়ে এই নির্বাচক বলেন, ‘কন্ডিশনিং ক্যাম্পের ২ সপ্তাহ পরেই ‘এ’ দল নিয়ে আমাদের চিন্তা ভাবনা শুরু করতে হবে। তখন দুটি দলকে আমরা আলাদা করে দেব। আমাদের হাই পাফরম্যান্স স্কোয়ার্ডে (এইচপি) অনেক খেলোয়াড় আছে। সেখান থেকে কিছু ট্যালেন্ট ক্রিকেটার পাচ্ছি। এইচপির খেলোয়াড়রা যদি খেলার সুযোগ পায় সেক্ষেত্রে আমরা বেকআপ হিসেব কিছু খেলোয়াড় পাব।
এ সময় অস্ট্রেলিয়া সিরিজ প্রসঙ্গে নান্নু সাংবাদিকদের বলেন, ‘অনেকদিন পর আমরা অস্ট্রেলিয়াকে পাচ্ছি। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। আমরাও হোমে খুব ভাল ক্রিকেট খেলে আসছি বেশকিছুদিন ধরে। সেই হিসেবে আমি মনেকরি অস্ট্রেলিয়ার সঙ্গে ভাল একটা টেস্ট সিরিজ হবে। ’
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এসকে/এমএমএস