ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আমলা-রুশোর ব্যাটে প্রোটিয়াদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আমলা-রুশোর ব্যাটে প্রোটিয়াদের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: সেঞ্চুরিয়ানে নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার শতক ও রাইলি রুশোর ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ওভার শেষে সাত উইকেটে ৩০৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা।



টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে নিউজিল্যান্ড। পরে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১ বল বাকি থাকতেই ২৮৪ রানে অলআউট হয় কিউইরা। শুরুটা ভালোই করেছিল সফরকারীরা। দলীয় তিন রানের মাথায় লুক রনছি আউট হলেও দ্বিতীয় উইকেট জুটিতে ১০৪ রান যোগ করেন ওপেনার টম লাথাম (৬০) ও অধিনায়ক কেন উইলিয়ামসন (৪৭)। চার নম্বরে ব্যাট করতে নামা মার্টিন গাপটিল করেন ২৫ রান।

ষষ্ঠ উইকেট জুটিতে ৭১ রান করা জেমস নিশাম ও কলিন মুনরো আরো কয়েক ওভার ক্রিজে থাকলে ফলাফলটা অন্যরকমও হতে পারত। দলীয় ২২৯ রানে নিশাম (৪১) বিদায় নেন। ১৪ রান যোগ হতেই মুনরো (৩৩) আউট হলে ব্ল্যাক ক্যাপসদের জয়ের আশাটাও ভেস্তে যায়।

প্রোটিয়াদের হয়ে ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার, ইমরান তাহির ও ডেভিড উইসি দুটি করে উইকেট লাভ করেন। কাগিসো রাবাদা নেন এক উইকেট। এ ম্যাচের মধ্য দিয়ে একদিনের ক্রিকেটে অভিষিক্ত হন উইসি।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের টপ অর্ডার ব্যাটসম্যানরা বড় সংগ্রহের ভিত গড়ে দেন। দলীয় ৪৬ রানে ওপেনার মরনে ফন উইক (১৬) ফিরলেও রাইলি রুশোকে সঙ্গে নিয়ে ১৮৫ রানের পার্টনারশিপ গড়েন হাশিম আমলা। ম্যাচের ৪২তম ওভারে সেঞ্চুরি থেকে মাত্র এগার রান দূরে থাকতে ব্যক্তিগত ৮৯ রানে প্যাভিলিয়নে ফেরেন রুশো।

ক্যারিয়ারের ২১তম ওয়ানডে শতক তুলে নেন আমলা (১২৪)। ১০৯ বল মোকাবেলায় ১০টি চার ও তিন ছক্কায় তিনি সেঞ্চুরি পূরণ করেন। পরে দলীয় ২৫৮ রানের মাথায় অ্যাডাম মিলনির বলে ক্লিন বোল্ড হয়ে মাঠ ছাড়েন। বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স খুব একটা সুবিধা করতে পারেননি। তার ব্যাট থেকে আসে ৯ রান। ইনিংসের শেষ দুই বলে রান আউটের ফাঁদে পড়েন ফারহান বেহারদিয়েন (১৫) ও উইসি (১৪)।

কিউইদের হয়ে অ্যাডাম মিলনি ও মিচেল ম্যাকক্লেনাঘান দুটি করে উইকেট লাভ করেন। জেমস নিশাম নেন এক উইকেট।

রোববার (২৩ আগস্ট) দুদলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। সিরিজ বাঁচাতে সফরকারীদের জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।