ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ডে-নাইট টেস্টের আগেই গোলাপী বল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
ডে-নাইট টেস্টের আগেই গোলাপী বল ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো ডে-নাইট টেস্ট দিয়ে গোলাপী বলের আগমন হওয়া কথা। তবে দিবারাত্রির টেস্ট শুরুর আগেই ভিন্ন রঙের এ বলটি মাঠে গড়াচ্ছে।

অক্টোবরে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

সে ম্যাচেই ডে-নাইট টেস্টের পূর্ব প্রস্তুতি হিসেবে গোলাপী বল ব্যবহার করা হবে। ওয়ানডে ম্যাচটিতে প্রাইম মিনিস্টার একাদশের নেতৃত্বে থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটে অবসরে থাকা মাইক হাসি। ক্যানবেরার মানুকা ওভালে ২৩ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

যদিও ওই সময়টাতে অস্ট্রেলিয়ার টেস্ট দলের বাংলাদেশে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিপক্ষে অজিদের দুই ম্যাচের টেস্ট সিরিজটি শেষ হবে ২১ অক্টোবর। তাই দুদিন পর ক্যানবেরায় গিয়ে স্মিথ-ওয়ার্নারদের প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেয়া সম্ভব নয়।

মাইক হাসি উল্লেখ করেন, ‘গোলাপী বল পরীক্ষা করার জন্য এটাই ভালো সুযোগ। ওই ম্যাচে অস্ট্রেলিয়ান টিমের কিছু সদস্য খেলতে পারবে না। তাই আমি ভিন্নধর্মী বলটি দিয়ে খেলার সুযোগ পাচ্ছি। ’

নভেম্বরের পাঁচ তারিখে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে। ট্রান্স-তাসমান ট্রফির প্রথম দুই ম্যাচ হবে ব্রিসবেন ও পার্থে। এরপরই বহুল প্রতীক্ষিত ডে-নাইট টেস্টের পর্দা উঠবে। ২৭ নভেম্বর অ্যাডিলেডের মাঠে গড়াবে গোলাপী বল।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।