ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রধান নির্বাচকের ওপর চটেছেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
প্রধান নির্বাচকের ওপর চটেছেন ওয়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে জস হ্যাজেলউডের পরিবর্তে প্যাট কামিন্সের খেলার কথা ছিল। কিন্তু, দলে নেওয়া হয়েছে পিটার সিডলকে।

এ নিয়েই অস্ট্রেলিয়া দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান রড মার্শের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শেন ওয়ার্ন।

সিমিং উইকেটে সিডল খুবই কার্যকরী বোলার। কিন্তু, এজবাস্টন ও ট্রেন্ট ব্রিজ টেস্টে তাকে বিবেচনায় রাখেননি রড মার্শ ও অজি কোচ ড্যারেন লেহম্যান। দ‍ুই ম্যাচেই লজ্জাজনকভাবে হার মেনে ইংল্যান্ডের কাছে অ্যাশেজ হাতছাড়া করে সফরকারীরা। হ্যাজেলউডকে বিশ্রাম দেওয়ায় শেষ পর্যন্ত ওভাল টেস্টে ঠিকই সিডলকে দলে নেওয়া হয়েছে। অন্যদিকে, খেলার সম্ভাবনা থাকলেও বঞ্চিত হন ২৩ বছর বয়সী তরুণ পেসার কামিন্স।

চ্যানেল নাইনের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় ওয়ার্ন বলেন, ‘সিডল শেষ টেস্টে খেলুক এমনটি কেউ ভেবেছে বলে আমি মনে করি না। এর চেয়ে বরং অভিজ্ঞতা অর্জনের জন্য কামিন্সকে সুযোগ দেওয়া উচিৎ ছিল। তাকে কেন যে দলে নেওয়া হয়নি সেটিই আমি বুঝতে পারছি না। ’

কিংবদন্তি স্পিনার উল্লেখ করেন, ‘সিডল যে ভালো করবে তা আমিও জানি। কিন্তু, আগের ম্যাচেই তাকে প্রয়োজন ছিল। পুরো সিরিজেই খেলোয়াড় বাছাই নিয়ে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে রড মার্শ দায়ী। ’

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের দিকটিও তুলে ধরেন ওয়ার্ন। ‘বাংলাদেশে পরবর্তী সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ওই সিরিজে সিডলের খেলার সম্ভাবনা নেই। এক্ষেত্রে ওভাল টেস্টে কামিন্সকে অবশ্যই দলে নেওয়া উচিৎ ছিল। তার জন্য কী সুযোগটাই না ছিল। কিন্তু নির্বাচকরা কেন যে এমনটি করেছে সেটিই আমার বোধগম্য নয়। স্কোয়াডে তার নাম না দেখে রীতিমত বিস্মিত হয়েছিলাম। ’

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।