ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অলিম্পিকে ফের ক্রিকেট অন্তর্ভুক্তির দাবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
অলিম্পিকে ফের ক্রিকেট অন্তর্ভুক্তির দাবি

ঢাকা: অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি হলে খেলাটির বিশ্বায়ন আরো দ্রুত ঘটবে বলে মনে করেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন। ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অলিম্পিকের পরবর্তী আসর বসবে।



অলিম্পিক কর্তৃপক্ষের কাছে ক্রিকেট এখনো সেভাবে স্বীকৃতি পায়নি। তবে, ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টুয়েন্টির আবির্ভাবের পর অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির দাবি জোরালো হয়। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে অনুরোধ জানান হ্যারিসন।

এর আগে একবারই অলিম্পিকে ক্রিকেট হয়েছিল। ১৯০০ সালে প্যারিসের গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় ক্রিকেট অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর কখনো অলিম্পিকে ক্রিকেট হয়নি। ফলে, ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় ক্রিকেটকে আবারো ফিরিয়ে আনার যে দাবি উঠেছে তাতে সম্মতি দিলেন হ্যারিসন।

এ প্রসঙ্গে তিনি বলেন, অলিম্পিকের মতো বড় আসরে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা জরুরি। ক্রিকেট প্রেমীদের যে দাবি উঠেছে তা নিয়ে অলিম্পিক কমিটিকে ভাবতে হবে। আর সেখানে ক্রিকেটের অন্তর্ভূক্তি ঘটলে সব সমালোচনার সমাপ্তি ঘটবে।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে মোট ২৬টি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের রিও অলিম্পিকে রাগবি সেভেনস ও গলফ যোগ হবে। সেখানেও ক্রিকেট জায়গা পায়নি।

এর আগে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক বিয়ারলি, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী অলিম্পিক গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটকে অন্তর্ভুক্তি করার দাবি জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।