ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিম-গাজীর ফিটনেস নিয়ে দুশ্চিন্তা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
তামিম-গাজীর ফিটনেস নিয়ে দুশ্চিন্তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আগামী ছয় মাস ব্যস্ত থাকতে হবে ক্রিকেটারদের। দেশের শীর্ষ ক্রিকেটারদের ফিট রাখতে শনিবার মিরপুরে শুরু হয়েছে এক মাসের কন্ডিশনিং ক্যাম্প।


 
ক্যাম্পের প্রথম দিন উপস্থিত ১৯ ক্রিকেটারের ফিটনেস টেস্ট নেওয়া হলেও তামিম ইকবাল ও সোহাগ গাজী ছিলেন টেস্টের বাইরে। তামিম ইকবালের হাঁটুতে সমস্য ও সোহাগ গাজীর ফিটনেসে ঘাটতি থাকায় এই দুইজনকে শুধু রানিং করিয়েছেন কন্ডিশনিং কোচ মারিও বিল্লাভারায়েন। এই দুইজনের ফিটনেস টেস্ট পরে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।  
 
প্রথম দিনের কার্যক্রম সেরে সাংবাদিকদের মারিও জানান, ‘কয়েকজনের ফিটনেস নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে। যেমন- গাজী, তামিম...। তামিমের হাঁটুতে কিছুটা সমস্য আছে। এ জন্য ওর অনুশীলনের ধরণটা একটু অন্যরকম ছিল। গাজী অনেক দিন খেলার বাইরে ছিল। ফলে ওকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে। তারপরও আশা করছি, আগামী কয়েকদিনে ও সমস্যা কাটিয়ে উঠবে। ’
 
শীর্ষ ক্রিকেটারদের নিয়ে গড়া ২৭ সদস্যের স্কোয়াডের ২১ জন প্রথম দিন ক্যাম্পে যোগ দিয়েছেন। অনুশীলনে ছিলেন না অধিনায়ক মুশফিকুর রহিমসহ দলের ছয় ক্রিকেটার।
 
যারা আজ ক্যাম্পে আসেন নি তাদের ফিটনেস টেস্ট কিভাবে নেওয়া হবে-এ প্রশ্নে মারিও বলেন, ‘কয়েকজন আজ নেই....। তারা পরে ফিটনেস টেস্ট দিবে। কেউ কেউ দেশের বাইরে গিয়েছে। কেউ কেউ পারিবারিক কারণে আজ আসতে পারেনি। তাদের পরে ফিটনেস টেস্ট দিয়ে কাজ শুরু করতে হবে। ’
 
অনুপস্থিত ছয় ক্রিকেটারের মধ্যে মাশরাফি বিন মর্তুজা তার ছেলের চিকিৎসার জন্য স্বপরিবারে সিঙ্গাপুরে অবস্থান করছেন। ব্যক্তিগত কাজে স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। পারিবারিক কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি মুশফিক ও আবুল হাসান রাজু। সাব্বির ব্যস্ত তার বাবা-মাকে নিয়ে। কারণ, তার বাবা-মা এবার হজে যাচ্ছেন। অন্যদিকে আজ রনি তালুকদারের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে তার নিজ এলাকা নারায়নগঞ্জে।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।