ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘আমির হতে পারে বিশ্বসেরা বোলার’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
‘আমির হতে পারে বিশ্বসেরা বোলার’ ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ইতোমধ্যে পাকিস্তানের ঘরোয়া লিগে খেলছেন মোহাম্মদ আমির। ভবিষ্যতে বাঁহাতি এ পেসার বিশ্বের এক নম্বর বোলার হতে পারেন বলে মনে করেন, পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

তিনি আরো জানান, বয়স থাকায় আমিরের ভবিষ্যত এখনও উজ্জ্বল।

আমির এখনও তরুণ ক্রিকেটার উল্লেখ্য করে ওয়াসিম বলেন, ‘আমি মনে করি আমিরের এখন ঘরোয়া ক্রিকেটে মনোযোগী হয়ে পুরো মৌসুম খেলা উচিৎ। তারপর সে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ভাবুক। ’

আমির সম্পর্কে সাবেক গ্রেট এ বোলার আরো বলেন, ‘আমিরের ঘরোয়া লিগে বেশ কয়েকটি ম্যাচে খেলতে হবে। সেই সঙ্গে ভালো পারর্ফম করে তাকে উইকেটও পেতে হবে। আমার বিশ্বাস নির্বাচকরা তাকে আরো একটি সুযোগ দেবে। আর নিজেকে সে বিশ্বের সেরা বোলার হিসেবে প্রমাণ করবে। ’

২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে সুযোগ পান আমির। আর অভিষেকের এক বছরের মধ্যেই অসাধারণ পারফরম্যান্স করে ক্রিকেট বিশ্বকে চমকে দেন তিনি। তবে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে স্পটফিক্সিং কেলেঙ্কারিতে পড়ে পাঁচ বছর ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পান।

এখন পর্যন্ত ১৪টি টেস্ট খেলে ৩.১০ গড়ে ৫১ উইকেট পেয়েছেন আমির। আর ওয়ানডেতে ১৫ ম্যাচে পেয়েছেন ২৫টি উইকেট। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ১৮ ম্যাচে পেয়েছেন ২৩টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।