ঢাকা: তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে সফরকারী ভারত। শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরল টিম ইন্ডিয়া।
প্রথম ইনিংসে ভারতের করা ৩৯৩ রানের জবাবে শ্রীলঙ্কা করে ৩০৬ রান। ৮৭ রানে এগিয়ে থেকে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৩২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। শ্রীলঙ্কাকে ৪১৩ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিলে স্বাগতিকরা পঞ্চম দিনে এসে অলআউট হওয়ার আগে করে ১৩৪ রান।
চতুর্থ দিন শেষে দুই উইকেট হারিয়ে ৭২ রান তুলেছিল লঙ্কানরা। হাতে আট উইকেট নিয়ে আর ৩৪১ রানে পিছিয়ে থেকে ম্যাচের পঞ্চম ও শেষ দিন মাঠে নামে অ্যাঞ্জেলো ম্যাথুজ বাহিনী।
এর আগে ৪১৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেনি স্বাগতিকরা। দলীয় ৮ রানের মাথায় অশ্বিনের বলে বিনির তালুবন্দি হয়ে ফেরেন ওপেনার কুশল সিলভা। আর দলীয় ৩৩ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রান করে বিদায়ী টেস্টে বিদায় নেন সাঙ্গাকারা। প্রথম ইনিংসে লঙ্কান এ গ্রেটের ব্যাট থেকে আসে ৩২ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ও ক্যারিয়ারের শেষ ইনিংসে অশ্বিনের বলে আউট হন সাঙ্গা।
পঞ্চম দিন ওপেনার করুনারত্নের ব্যাট থেকে আসে ৪৬ রান। লঙ্কান দলপতি ম্যাথুজ প্রথম ইনিংসে শতক হাঁকালেও দ্বিতীয় ইনিংসে করেন ২৩ রান। এছাড়া চান্দিমাল ১৫, থিরিমান্নে ১১ রান করেন।
৪৩.৪ ওভার খেলে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস শেষ হয়।
টিম ইন্ডিয়ার হয়ে ১৬ ওভার বল করে ৪২ রান খরচায় সর্বোচ্চ ৫টি উইকেট তুলে নেন অশ্বিন। প্রথম ইনিংসেও তিনি দুটি উইকেট তুলে নেন। ভারতের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এক সিরিজে হরভজন সিংকে টপকে সর্বোচ্চ উইকেটের মালিকও হলেন অশ্বিন (১৭ উইকেট)। আর প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া অমিত মিশ্র দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট দখল করেন।
এর আগে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ১২৬ রান করেন আজিঙ্কা রাহানে। ২৪৩ বলে রাহানের ইনিংসটি সাজানো ছিল ১০টি চারের সাহায্যে। এছাড়া ওপেনার মুরালি বিজয় খেলেন ৮২ রানের ইনিংস। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল ২, বিরাট কোহলি ১০, রোহিত শর্মা ৩৪, স্টুয়ার্ট বিনি ১৭, সাহা ১৩, অশ্বিন ১৯ আর অমিত মিশ্র ১০ রান করেন।
লঙ্কানদের হয়ে ৪টি করে উইকেট তুলে নেন ধামিক্কা প্রসাদ এবং থারিন্ডু কুশল।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৫
এমআর