ঢাকা: অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট শেষে আনন্দে মাতলো দু’দলের ক্রিকেটাররাই। কারণ অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের বিদায়ী টেস্টে জয় পেয়েছে অজিরা।
এদিকে ম্যাচ শেষে পুরোনো শত্রুতা ভুলে কাঁধে কাঁধ মেলালেন ডেভিড ওয়ার্নার ও জো রুট।
২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন বার্মিংহামের একটি পানশালায় ওয়ার্নার বিনা উস্কানিতে শারীরিক আক্রমণ চালায় রুটের ওপর। সে টুর্নামেন্টে ইংলিশরা ৪৮ রানে অজিদের হারায়।
সেবার অবশ্য রুটকে ঘুসি দেওয়ার পর ক্ষমা চান অজি ওপেনার ওয়ার্নার। কিন্তু আচরণবিধি লঙ্ঘন করায় ক্রিকেট অস্ট্রেলিয়া সাময়িক সময়ের জন্য ওয়ার্নারকে বহিস্কার করেছিল।
এবারের প্রেক্ষাপট অবশ্য পুরোপুরি ভিন্ন। ওভাল টেস্ট শেষে দু’দলের ক্রিকেটাররা এক সঙ্গে ‘ড্রিংকস’ করেন। আর একসঙ্গে পানীয় পান করতে দেখা যায় ওয়ার্নার ও রুটকে। যেখানে তারা একই ফ্রেমের ভেতর এসে ছবিও তোলেন। ছবিটি রুট তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমএমএস