ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজ ছোট করতে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
জিম্বাবুয়ে সিরিজ ছোট করতে চায় বিসিবি ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালে জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সফরে টাইগারদের বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা রয়েছে।

তবে আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপ টি-টোয়েন্টির কথা বিবেচনা করে একটি টেস্ট কমাতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি এ ব্যাপারে জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আলোচনা করছে। আর বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় জানিয়েছেন, আসন্ন দুটি বড় টি-২০ টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই একটি টেস্টে কমানোর আলোচনা হচ্ছে।

এই সফর সূচিতে মূলত তিনটি টেস্টে, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ রয়েছে। তবে এটাকে এখন কমিয়ে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০তে আনা হতে পারে। জিম্বাবুয়ে ক্রিকেট দল ১১ জানুয়ারি ঢাকা আসবে। আর ১৮ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবে।

২০১৫ সালে অবশ্য বাংলাদেশের একটিই আন্তর্জাতিক সিরিজ বাকি রয়েছে। যেখানে অক্টোবরে দলটি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্টর সিরিজ খেলবে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে জিম্বাবুয়ে সিরিজের পর মার্চের ১-১০ তারিখ পর্যন্ত এশিয়া কাপ টি-২০তে অংশ নিবে। আর এরপরই বিশ্বকাপ টি-২০তে অংশগ্রহন।

এ ব্যাপারে দুর্জয় বলেন, ‘আমরা জিম্বাবুয়ের সঙ্গে এখনও কথা বলছি। একটি টেস্ট কমানোর জন্য আমরা তাদের প্রস্তাব করেছি। তবে তারা জানিয়েছে নিজেদের মধ্যে আলোচনা করে তারা ব্যাপারটি জানাবে। ’

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।