ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ দলে বিশ্রামে রুট, ফিরলেন মঈন-ওকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
ইংলিশ দলে বিশ্রামে রুট, ফিরলেন মঈন-ওকস ছবি: সংগৃহীত

ঢাকা: এ মৌসুমে আবারো বিশ্রামে যাচ্ছেন জো রুট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মাঠের বাইরে থাকতে হবে এ ব্যাটসম্যানকে।

তবে অজিদের বিপক্ষে সুযোগ দেওয়া হচ্ছে মঈন আলীকে। আর ইনজুরি সেরে দলে ফিরছেন ক্রিসে ওকস।

মঈন বিশ্বকাপের পর ইংলিশদের রঙ্গিন পোশাকে খেলেন নি। তবে সদ্য শেষ হওয়া অ্যাশেজে সিরিজে ভালো করায় আবারো ডাক পেলেন তিনি। কিন্তু গত নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে দলকে জেতানো একটি ইনিংস খেললেও জনি বেয়ারস্টো কোন ফরম্যাটেই সুযোগ পাননি।

ইংল্যান্ড স্কোয়াড:

টি-২০: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, স্যাম বিলিংস, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি ও ক্রিস ওকস।

ওয়ানডে: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, স্যাম বিলিংস, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঁকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস টেলর, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।