ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ধারাভাষ্যেই মনোযোগ দিচ্ছেন পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
ধারাভাষ্যেই মনোযোগ দিচ্ছেন পিটারসেন ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: শত চেষ্টা করেও ইংল্যান্ড জাতীয় দলে কড়া নাড়তে পারছেন না কেভিন পিটারসেন। শেষ পর্যন্ত ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেও ইংলিশ নির্বাচকদের মন গলাতে পারেননি তিনি।

তবে মাঠে খেলতে না পারলেও খেলা নিয়ে বিশ্লেষনের সুযোগ এসেছে এ ড্যাসিং ব্যাটসম্যানের সামনে।

ইতোমধ্যে টেলিভিশন ও রেডিও ধারাভাষ্যে নিজেকে প্রমাণ করা পিটারসেন বিটি স্পোর্টসের সঙ্গে আগামী অ্যাশেজ সিরিজে চুক্তিবদ্ধ হলেন। ইংল্যান্ডের টিভি সম্প্রচার কোম্পানি বিটি স্পোর্টস ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আগামী পাঁচ বছরের জন্য অস্ট্রেলিয়ার যেকোন সিরিজ প্রচার করবে।

এর আগে ইংল্যান্ড স্পোর্টসের বড় সম্প্রচার বিজ্ঞাপন স্কাই স্পোর্টস অজিদের মাটিতে সিরিজ প্রচার করে। তবে ইংল্যান্ডে অনুষ্ঠিত সিরিজগুলো স্কাই স্পোর্টসই কাভার করবে।

পিটারসেন ২০১৭-১৮ অ্যাশেজ ছাড়াও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি টুর্নামেন্টেরও ধারাভাষ্যে কাজ করবেন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।