ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুযোগের অপেক্ষায় ছিলেন স্টুয়ার্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
সুযোগের অপেক্ষায় ছিলেন স্টুয়ার্ট ছবি: সংগৃহীত

ঢাকা: নিজের ক্রিকেট ক্যারিয়ারটা নিতান্তই সাদামাটা। কুইন্সল্যান্ড থেকে উঠে আসা স্টুয়ার্ট ল অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মাত্র একটি টেস্ট আর ৫৪টি ওয়ানডে।

খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও কোচ হিসেবে সফল তিনি। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করেছেন।

২০১২ সালের এশিয়া কাপে বাংলাদেশকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সাবেক এই টাইগার কোচ। নতুন করে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। বাংলাদেশের জুনিয়র টাইগারদের (অনূর্ধ্ব-১৯ দল) টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করবেন আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অবধি।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই হেড কোচ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। দ্বিতীয়বার বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে স্টুয়ার্ট ল বলেন, ‘আমি সুযোগটির অপেক্ষায় ছিলাম। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে এর আগে কাজ করেছি। এখন বাংলাদেশের ভবিষ্যত তারকাদের সঙ্গে কাজ করবো। এটা খুবই ভালো অনুভূতি। ’
 
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম ও অ্যাওয়ে’তে টানা দুইটি সিরিজ জিতেছে জুনিয়র টাইগাররা। যুবাদের ফর্মে থাকা প্রসঙ্গে স্টুয়ার্ট ল বলেন, ‘আমি জানি তারা খুব ফর্মে আছে। এটা খুবই ভালো দিক। এ দেশের মানুষ ক্রিকেটপাগল। তাদেরও অনেক প্রত্যাশা রয়েছে ঘরের মাঠের বিশ্বকাপকে নিয়ে। আমার বিশ্বাস অনুশীলনে ক্রিকেটাররা পরিশ্রম করবে এবং উপভোগ করবে। ’
 
স্টুয়ার্ট ল’কে জুনিয়র টাইগারদের টেকনিক্যাল পরামর্শক হিসেবে পেয়ে খুশি বিসিবিও। এ সময় বিসিবি’র গেম ডেভলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম সাংবাদিকদের বলেন, ‘স্টুয়ার্ট দলের অনেক কিছু পরিবর্তন করে দেবে  না। তবে, আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী। কারণ, এই লেভেলে তিনি অনেক কাজ করেছেন এর আগে। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছেন। বিশ্বকাপেও কাজ করেছেন। উপরের লেভেলের সাথে সাথে বয়সভিত্তিক দল নিয়েও কাজ করেছেন। সেই অভিজ্ঞতা আমাদের খুব কাজে দেবে। ’

** আবারও বাংলাদেশের ক্রিকেটে স্টুয়ার্ট ল

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।