ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবা হলেন ডুমিনি, অপেক্ষায় মরকেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
বাবা হলেন ডুমিনি, অপেক্ষায় মরকেল

ঢাকা: বাংলাদেশ সফরের মাঝপথে ছুটি নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। চলতি নিউজিল্যান্ড সিরিজে ছুটিতে রয়েছেন জেপি ডুমিনি আর মরনে মরকেল।

তিন প্রোটিয়া তারকার ছুটির বিষয় একই। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য তারা ছুটি নেন।

গত মাসেই পুত্রসন্তানের বাবা হয়েছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। আর মঙ্গলবার (২৫ আগস্ট) কন্যাসন্তানের বাবা হয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার জেপি ডুমিনি।

কন্যাকে নিয়ে হাসপাতালে ডুমিনি ও তার স্ত্রী সুই ডুমিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি পোস্ট করেছেন।

২০১১ সালে সুই ডুমিনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রোটিয়া তারকা। এটিই তাদের প্রথম সন্তান।

দক্ষিণ আফ্রিকার আরেক ক্রিকেটার মরনে মরকেলও বাবা হওয়ার অপেক্ষায় রয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য তিনিও চলতি সিরিজ থেকে ছুটি নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।