ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ছয় বছর পর ইংল্যান্ড সফরে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
ছয় বছর পর ইংল্যান্ড সফরে পাকিস্তান

ঢাকা: দীর্ঘ ছয় বছর পর পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে ২০১৬ সালে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর ইংলিশদের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলের পা ‍রাখা হয়নি।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সফরের সূচি প্রকাশ করেছে।

ইংলিশদের বিপক্ষে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। তার আগেই ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা। স্বাগতিকদের বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা।

আগামী ০৪ মে ইংল্যান্ডে পৌঁছাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। হেডিংলিতে  ১৯ মে প্রথম টেস্ট শুরু হবে। চেস্টার লি স্ট্রিটে ২৭ মে দ্বিতীয় ও ০৯ জুন লর্ডসে হবে তৃতীয় টেস্ট। ওয়ানডে সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ ও ১৮ জুন দুটি ওয়ানডে ম্যাচ খেলবে লঙ্কানরা।

ওয়ানডে সিরিজের পাঁচটি ম্যাচ হবে যথাক্রমে ২১, ২৪, ২৬, ২৯ ও ০২ জুলাই। আর ০৫ জুলাই একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, দীর্ঘ ছয় বছরের অপেক্ষা শেষে ২৯ জুন ইংল্যান্ডে পা রাখবে পাকিস্তান দল। ১৪ জুলাই লর্ডসে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। এ মাঠেই পাঁচ বছর আগে স্পট ফিক্সিংয়ের কলঙ্ক গায়ে জড়ায় সালমান বাট-আসিফ-আমিররা। ওল্ড ট্রাফোর্ডে ২২ জুলাই দ্বিতীয়, এজবাস্টনে ০৩ আগস্ট তৃতীয় ও ১১ আগস্ট সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচটি হবে ওভালে।

লঙ্কানদের মতো পাকিস্তানও ওয়ানডে সিরিজ শুরুর আগে দুটি ওডিআই ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে। ১৮ ও ২০ আগস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ২৪ আগস্ট থেকে। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ৩০ আগস্ট, ০১ ও ০৪ সেপ্টেম্বর। ০৭ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।