ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম বিভাগ ক্রিকেটের দলবদল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
প্রথম বিভাগ ক্রিকেটের দলবদল

ঢাকা: আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের দলবদল। ১৩-১৪ সেপ্টেম্বর এই দুই দিন দলবদলে অংশ নেবেন ক্রিকেটাররা।

লিগ শুরুর সম্ভাব্য তারিখ ১৮ সেপ্টেম্বর। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
এবারের লিগে মোট ২০টি ক্লাব অংশ নেবে। বিসিবি সূত্র জানিয়েছে, প্রথমে টি-টোয়েন্টি এবং পরে ওয়ানডে ফরম্যাটের খেলা হতে পারে। এবারের লিগে ক্লাব প্রতিনিধিরাই নাকি দুটি ফরম্যাটে খেলতে চাইছেন।
 
লিগ শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও আগামী বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। এ মাসের শেষের দিকে বোর্ড সভা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এসক/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।