ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যস্ত সময় কাটাবে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
ব্যস্ত সময় কাটাবে কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: গত বিশ্বকাপের আয়োজক দেশ ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ফাইনালেও খেলেছিল দল দুটি।

ফের মুখোমুখি হচ্ছে কিউই-অজিরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ‘চ্যাপেল-হ্যাডলি ট্রফি’ সিরিজের সূচি প্রকাশ করেছে।

এছাড়া শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক হিসেবে মাঠে নামতে সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ সফরে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে অজিরা।

৩ ফেব্রুয়ারি অকল্যান্ডে অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। ৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচটি ওয়েলিংটনে খেলবে গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি হ্যামিলটনে।

এরপর ১২-১৬ ফেব্রুয়ারি ওয়েলিংটনে প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় টেস্টে ২০-২৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে কিউই-অজিরা।

অস্ট্রেলিয়ার আগেই পাকিস্তান খেলতে যাবে নিউজিল্যান্ডে। আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সফরকারীদের মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে, দীর্ঘ প্রায় ১১ বছর পর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্ট না খেললেও তিনটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ১৫ জানুয়ারি অকল্যান্ডের ইডেনে প্রথম টি-টোয়েন্টির পর ১৭ (হ্যামিলটন, সিডন পার্ক) ও ২২ (ওয়েলিংটন) জানুয়ারি পরের দুটি ম্যাচ খেলবে কিউইরা। এরপর ২৫ জানুয়ারি ওয়েলিংটনে প্রথম ওয়ানডে, ২৮ জানুয়ারি নেপিয়ারে দ্বিতীয় ও ৩১ জানুয়ারি অকল্যান্ডে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে নিউজিল্যান্ড-পাকিস্তান।

দুটি সিরিজ ২০১৬ সালে হলেও চলতি বছরের ডিসেম্বরেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে কিউইরা। ১০ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হলেও দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ শেষ হবে ১০ জানুয়ারি। প্রায় একমাসের সফরে দ্বিতীয় টেস্টে লঙ্কানদের নামতে হবে ১৮ ডিসেম্বর। ২৬, ২৮ ও ৩১ ডিসেম্বর এবং ২ ও ৫ জানুয়ারি ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৭ ও ১০ জানুয়ারি দুই দলের টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।