ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী ক্রিকেটারের বলে বোল্ড আকমল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
নারী ক্রিকেটারের বলে বোল্ড আকমল (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১১১ ওয়ানডে আর ৬৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল একজন অনিয়মিত নারী ক্রিকেটারের স্পিন ঘূর্ণিতে পরাস্ত হয়ে বোল্ড হয়েছেন।
 
নরওয়েতে অবস্থানকারী পাকিস্তানিরা প্রতি বছর ক্রিকেট ম্যাচের আয়োজন করেন।

সবাই নারী ক্রিকেটার হলেও এ বছর উমর আকমল সেখানে বিশেষ অতিথি হিসেবে খেলতে যান। ম্যাচে লেগস্পিনার ইসমা আহমেদের ঘূর্ণিতে পরাস্ত হয়ে বোল্ড হন এ পাকিস্তানি তারকা ব্যাটসম্যান।

ইসমার একটি বল অফসাইড থেকে লেগসাইডে টেনে মারতে গিয়ে আকমলের ব্যাটের কানায় লেগে বল স্টাম্পে আঘাত হানে।

এ সময় আনন্দ পেলেও মাথা নামিয়ে মাঠ ত্যাগ করতে দেখা যায় আকমলকে।

আউটের ভিডিও:


বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।