ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে বললেন মার্কিন রাষ্ট্রদূত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে বললেন মার্কিন রাষ্ট্রদূত ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: শারীরিকভাবে অক্ষম মানুষের পাশে সমাজের সকল স্তরের মানুষকে সাহায্যের হাত বাড়াতে বলেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। শুক্রবার (২৮ আগস্ট) মিরপুরের একাডেমি মাঠে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন তিনি।



আমেরিকান দূতাবাস ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) আয়োজিত প্রদর্শনী ক্রিকেট ম্যাচ শেষে বার্নিকাট তার বক্তব্যে বলেন, ‘আমরা জানি, তখনই সমাজ সবচেয়ে বেশি উন্নতি করে যখন সমাজের সকল মানুষ সকল ক্ষেত্রে সমগ্র শক্তি দিয়ে কাজ করতে ‍পারে। আমি চাই আজকে এখান থেকে যারা বাসায় যাবেন সবাই একটা বার্তা সঙ্গে করে নিয়ে যাবেন-একটা শিশু বা একটা মানুষের যতই শারীরিক অক্ষমতা থাকুক তার স্বপ্নের দিকে তাকে ধাবিত করবেন। প্রতিটি বল ব্যাটে নাও লাগতে পারে। কিন্তু আপনি ব্যাট ঘুরাতেই থাকবেন, কখনো কখনো তাতে কাজ হবে। ’

সিক্স-এ-সাইড ফরম্যাটের প্রীতি ম্যাচে গাজীপুর ওয়ারিয়র্স ১৫ রানে ঢাকা এভেনজার্সকে পরাজিত করে।

এ ম্যাচ আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মার্কিন রাষ্টদূত। এ সময় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন, পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আয়োজনের সঙ্গে ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত কাজে সিঙ্গাপুর যাওয়ায় উপস্থিত থাকতে পারেননি তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।