ঢাকা: কারও হাত নেই, কারও নেই পা। অথচ ক্রিকেট মাঠে অদম্য তারা।
ক্রিকেট মাঠে তাদের অদম্য দেখে জাতীয় দলের হয়ে ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা পাচ্ছেন এই টাইগার অলরাউন্ডার।
শুক্রবার (২৮ আগস্ট) মিরপুরের একাডেমি মাঠে আমেরিকান দূতাবাস ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) যৌথভাবে আয়োজন করে শারীরিক প্রতিবন্ধীদের প্রীতি ক্রিকেট ম্যাচ। এ সময় বিশেষ অতিথি হয়ে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন মাহমুদউল্লাহ।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ তার অনুভূতির কথা সাংবাদিকদের জানান, ‘খুবই ভালো লাগছে এখানে থাকতে পেরে। তাদের খেলা দেখে আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত, যাতে করে আগামীতে আরও ভালো করা যায়। ’
তিনি আরও যোগ করেন, ‘খেলার মাঝে তাদের সক্রিয়তা আমাকে অবাক করেছে। এমন এক উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই গর্বিত। ’
সিক্স-এ-সাইড ফরম্যাটে প্রীতি ম্যাচটি মাঠে গড়ায়। আর তাতে গাজীপুর ওয়ারিয়র্স ১৫ রানে ঢাকা এভেনজার্সকে পরাজিত করে। আগে ব্যাট করে ঢাকা এভেনজার্সকে ৬৫ রানের টার্গেট দেয় গাজীপুর ওয়ারিয়র্স। জবাবে ৪৯ রানে গুটিয়ে যায় ঢাকা এভেনজার্স।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৫
এসকে/এমআর