ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের সংগ্রহ ৫০/২

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের সংগ্রহ ৫০/২ ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে সফরকারী ভারত বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন মাত্র ১৫ ওভার ব্যাট করার সুযোগ পায়। আর তা থেকেই দুই উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া।

দিন শেষে তাদের সংগ্রহ ৫০ রান।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে ১৫ ওভার পর আর একটি বলও মাঠে গড়ায়নি। শুরুটা ভালো করতে পারেনি দ্বিতীয় টেস্টে ২৭৮ রানের বিশাল জয় পাওয়া ভারত। দলীয় ১৪ রানেই দুই ব্যাটসম্যানকে হারায় সফরকারীরা।

দলীয় দুই রানের মাথায় লোকেশ রাহুল ব্যক্তিগত ২ রান করে ধাম্মিকা প্রসাদের বলে বোল্ড হন। আর দলীয় ১৪ রানের মাথায় তিন নম্বরে ব্যাট হাতে আসা অজিঙ্কা রাহানে (৮ রান) নুয়ান প্রদীপের বলে এলবি’র ফাঁদে পড়েন।

প্রথম দিন ৩৬ রানের জুটি গড়ে শেষ টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনার চেতস্বর পুজারা। কোহলি ১৪ রান নিয়ে আর পুজারা ১৯ রান নিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় দিন মাঠে নামবেন।

কয়েক দফা মাঠ পরিদর্শনের পর ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার নাইজেল লং, রড টাকার এবং রিজার্ভ আম্পায়ার পাল্লিয়াগুরুজি প্রথম দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত দেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।