ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ত্রুটিগুলো শুধরে নেবেন মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
ত্রুটিগুলো শুধরে নেবেন মিরাজ মেহেদি হাসান মিরাজ / ছবি: সংগৃহীত

ঢাকা: তার মধ্যে দেখা যাচ্ছে নিশ্চিত ভবিষ্যত। বাংলাদেশ দলের ভবিষ্যত তারকাদের নেতা তিনি।

তার নেতৃত্বগুনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাচ্ছে ধারাবাহিক সাফল্য। ব্যাট হাতে মিডলঅর্ডারে দলের হাল ধরেন। আবার অফ-স্পিনে কাবু করেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। বলা হচ্ছে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের কথা।

বড় ক্রিকেটার হওয়ার ইচ্ছার কথা আগেই বাংলানিউজকে জানিয়েছিলেন মিরাজ। পরিপূর্ণ ক্রিকেটার হয়েই জাতীয় দলে ঢুকতে চান তিনি। এ জন্য দীর্ঘসময় অপেক্ষা করতেও রাজী খুলনার এই অলরাউন্ডার। নিজের ভুল-ত্রুটি এতটাই শুধরে নিতে চান যেন জাতীয় দলের জার্সি গায়ে ক্রিকেট বিশ্বের এক নম্বর দলকেও কঠিন কিছু মনে না হয়।

ভুল-ত্রুটি শুধরে নেওয়ার দারুণ সুযোগ এসেছে মিরাজদের সামনে। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ঘরের মাঠের বিশ্বকাপে ভালো করার লক্ষ্যে মিরাজদের জন্য টেকনিক্যাল পরামর্শক হিসেবে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয়েছে স্টুয়ার্ট ল’কে।

স্টুয়ার্ট বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ। এর আগে কাজ করেছেন শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দল নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ১৬ সপ্তাহের চুক্তিতে ঢাকায় এসেছেন তিনি। তিনভাগে সময় ভাগ করে নিয়ে বিশ্বকাপ শেষ হওয়া অবধি বাংলাদেশের যুবাদের সঙ্গে থাকবেন স্টুয়ার্ট।

বড় ক্রিকেটার হওয়া ও বিশ্বকাপ মিশন-এই দুটিকে সামনে রেখে এই বিশেষজ্ঞ কোচের পরামর্শ ষোলোআনাই মেনে চলতে চান মিরাজ।

ক্যাম্প শুরুর প্রাক্কালে বাংলানিউজকে মিরাজ বলেন, ‘স্টুয়ার্ট ল আসাতে আমাদের জন্য খুব ভালো হলো। আমাদের টেকনিক ইমপ্রুভ করাতে তিনি এসেছেন। আমরা তার দেখানো পথই অনুসরণ করবো। কঠোর পরিশ্রমের মাধ্যমে ভুল-ত্রুটি শুধরে নেব। একই সঙ্গে বিশ্বকাপের ভালো প্রস্তুতি ও ভালো মানের ক্রিকেটার হতে টেকনিক্যাল বিষয় নিয়ে আমরা কাজ করতে পারবো। ’

রোববার (৩০ আগস্ট) থেকে খুলনায় শুরু হচ্ছে জুনিয়র টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। শনিবার (২৯ আগস্ট) খুলনায় পা রাখবে আগামী দিনের মাশরাফি-সাকিবরা। ৩০ আগস্ট থেকে শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৪ ক্রিকেটারকে নিয়ে স্টুয়ার্ট ল’র নির্দেশনায় শুরু হবে ১২ দিনের অনুশীলন ক্যাম্প। ১১ সেপ্টেম্বর শেষ হবে জুনিয়র টাইগারদের প্রস্তুতিপর্বের প্রথম ধাপ। পরবর্তীতে বিকেএসপিতে আরেকটি ক্যাম্পের আয়োজন করবে বিসিবি। এরপরই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।