ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দলের পারফর্মে খুশি কিউই কোচ হেসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
দলের পারফর্মে খুশি কিউই কোচ হেসন ছবি: সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের ছাড়া খেলেছে নিউজিল্যান্ড। জিম্বাবুইয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও প্রোটিয়াদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত হেরে যায় কিউইরা।

তবে দলের এমন পারফরম্যান্সে ব্যাপক খুশি নিউজিল্যান্ড কোচ মাইক হেসন।

চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠা নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও তারকা বোলার টিম সাউদিকে এই সিরিজ গুলোতে বিশ্রাম দেওয়া হয়। সেই সঙ্গে ইনজুরির কারণে ছিলেন না ড্যাশিং ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন ও দলের মূল বোলার ট্রেন্ট বোল্ট।

জিম্বাবুয়ের বিপক্ষে কিউইরা প্রথম ম্যাচে ৩০০ রান করেও হার মানে। তবে তিন ম্যাচের সিরিজে শেষ পর্যন্ত ২-১ এ জয় লাভ করে তারা। আর প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে শেষ খেলায় হেরে সিরিজ হাতছাড়া করে কেন উইলিয়ামসনরা।

হেসন বলেন, ‘দ.আফ্রিকা তিন বিভাগেই নিউজিল্যান্ড থেকে ভালো দল। আর সেখানে আবহাওয়াও তাদের পক্ষে। তবে এই সিরিজে দলে কিছু নতুন ক্রিকেটার ভালো পারর্ফম করেছে। যাদের কারণে আমি খুশি। ’

তিনি অারো বলেন, ‘টম ল্যাথাম টেস্টে ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করে এবার ওয়ানডেতে অসাধারণ খেলেছে। সে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সেঞ্চুরি করে। আর এ সফরে ল্যাথাম কিউইদের তৃতীয় সেরা স্কোরারও হয়। ’

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।