ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে নিরাপত্তা চায় আম্পায়াররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
মাঠে নিরাপত্তা চায় আম্পায়াররা ছবি: সংগৃহীত

ঢাকা: সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে বেশ কয়েকটি দুর্ঘটনার খবর শোনা গেছে। যার মধ্যে সবচেয়ে শোকাবহ ঘটনা ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের ক্রিকেট মাঠে অপমৃত্যু।

পাশাপাশি ইসরাইলের এক আম্পায়ারের গায়ে বল লাগলে পরে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

আধুনিক ক্রিকেটে ব্যাটসম্যানরা যেভাবে বোলারদের উপর চড়াও হন, তাতে করে ভীত থাকতে হয় খোদ আম্পায়ারদেরও। তাই ২৫জন প্রথম শ্রেণির আম্পায়ার তাদের নিরাপত্তার ব্যাপারটি নিয়ে উদ্বিগ্ন।

ইংল্যান্ডে আগামী মৌসুমে ক্রিকেট শুরু হওয়ার আগে সেখানকার আম্পায়াররা নিজেদের নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি উপকরণের প্রস্তাব করেছেন। এ ব্যাপারে ইসিবি’র আম্পায়ার ম্যানেজার ক্রিস কেলি বলেন, ‘আম্পায়াররা মাঠে বিপদজনক অবস্থানে থাকেন। এমন কিছু ইনজুরি আছে যাতে তাদের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। কারণ মানুষের মাথা ও কিডনির মত জায়গা বেশ স্পর্শকাতর। ’

তিনি ‍আরো বলেন, ‘আম্পায়ারদের নিরাপত্তার খাতিরে বিশেষ কিছু তৈরি করা প্রয়োজন। তবে এমন কিছু তৈরি করা যাবে না, যাতে ব্যাটসম্যানদের সমস্যা হয়। আর দেখতেও হাস্যকর দেখায়। ’

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।