ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়াসিমকে হামলাকারীর ক্ষমা প্রার্থনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
ওয়াসিমকে হামলাকারীর ক্ষমা প্রার্থনা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সাবেক কিংবদন্তি তারকা ওয়াসিম আকরামের ওপর হামলাকারী চিঠির মাধ্যমে ক্ষমা চেয়েছেন। দেশটির সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল রেহমান নামের একজন জানিয়েছেন, ‘এটি ছিল একটি ভুল বোঝাবুঝি’।

চিঠিতে সাবেক পাকিস্তানি অধিনায়ককে উদ্দেশ্য করে আরো বলা হয় ‘ডিয়ার স্যার, দুঃখজনক এ ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী’।

চিঠিতে আমিরুল জানান, ‘রাস্তার এই দুঃখজনক ঘটনার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি এবং আমার পরিবার আপনার অনেক বড় ভক্ত। আপনি আমাদের জাতীয় নায়ক, আমাদের গর্ব। আমি আপনার বিরুদ্ধে লড়ার চিন্তাও করি না। এটি শুধু মাত্র একটি ভুল বোঝাবুঝি ছিল। ’

এদিকে ওয়াসিমের ওপর হামলার পর নাম না জানা ব্যক্তির বিরুদ্ধে যে মামলা হয়েছিল তার বিপরীতে এই চিঠিটি কোন প্রভাব ফেলবে কিনা তা এখনও জানা যায়নি।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে তরুণ বোলারদের প্রশিক্ষণের দায়িত্বে থাকা ওয়াসিম মাঠ থেকে বাসায় যাওয়ার পথে হামলার শিকার হন। শহরের কারসাজ এলাকায় এক ব্যক্তি হঠাৎই নিজের গাড়ি থেকে নেমে ওয়াসিমের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তবে এ হামলায় ওয়াসিম আহত হননি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।