ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের আগে টাইগার যুবাদের ১৩টি ওডিআই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
বিশ্বকাপের আগে টাইগার যুবাদের ১৩টি ওডিআই ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী বছরের ২৩ জানুয়ারি ঢাকায় বসবে যুব বিশ্বকাপের একাদশতম আসর। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

নভেম্বর থেকে জানুয়ারি এই তিন মাসে ১০টি আন্তর্জাতিক ও তিনটি অনুশীলন ম্যাচ মিলে সর্বমোট ১৩টি ওয়ানডে খেলবে মিরাজ বাহিনী।

আগামী নভেম্বরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপর তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলতে ভারত যাবে জুনিয়র টাইগাররা। যুব দলের ভারত সফরে যাওয়ার বিষয়টি অবশ্য এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে।

জানুয়ারির শুরুর দিকে তিন ম্যাচের ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত। ভারতের পর দুই ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

সোমবার (৩১ আগস্ট) বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বিসিবি’র গেম ডেভেলপমেন্ট ম্যানেজোর নাজমুল আবেদীন ফাহিম।

তিনি জানান, ‘জিম্বাবুয়ে আমাদের এখানে আসবে নভেম্বরে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। জানুয়ারিতে ভারত এবং শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে আরও পাঁচটি ম্যাচ খেলার কথা। কথার্বাতাও অনেকখানি এগিয়েছে। এই সিরিজগুলো সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। ভারতের সাথে তিনটা ও শ্রীলঙ্কার সাথে দুটি ওয়ানডে হবে। এর বাইরেও চেষ্টা চলছে ডিসেম্বরে ভারতে গিয়ে তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলার। প্রাথমিক আলাপ-আলোচনা হয়েছে ভারতের সঙ্গে। ’

বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে খুলনার আবু নাসের স্টেডিয়ামে। সোমবার ক্যাম্প শুরুর দ্বিতীয় দিনে ব্যাটিং, বোলিং আর ফিটনেস নিয়ে কাজ করেছেন প্রাথমিক স্কোয়াডে থাকা ২৪ ক্রিকেটার। জুনিয়র টাইগারদের কোচ মিজানুর রহমান বাবুল মুঠোফোনে বাংলানিউজকে জানান, ‘গতকাল থেকে আমরা অনুশীলন ক্যাম্প শুরু করেছি। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে অনুশীলন। আজ ব্যাটিং, বোলিং, জিম ও ফিটনেস নিয়ে কাজ করেছি। আগামীকালও একই ছকে অনুশীলন চলবে। ’

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।