ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ওদের পাশে দাঁড়িয়ে গর্বিত মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
ওদের পাশে দাঁড়িয়ে গর্বিত মাশরাফি ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠবে বুধবার (০২ সেপ্টেম্বর)। পাঁচ জাতির এই ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে যুক্ত আছেন ‍বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে তাকে। এমন উদ্যোগের পাশে থাকতে পেরে মাশরাফিও গর্বিত।
 
টুর্নামেন্ট উপলক্ষ্যে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি)। ‍ এ সময় মাশরাফি তার বক্তব্যে বলেন, ‘সহানুভূতি নয় সমর্থন যোগাতে আমি থাকব। যেহেতু আমাদের অনুশীলন ক্যাম্প চলছে, হয়তো প্রতিটা ম্যাচে থাকতে পারব না। তারপরও প্রতিটি দলকে সমর্থন যোগাতে চাই। টুর্নামেন্টটা উপভোগ করুক ক্রিকেটাররা। এমন একটা উদ্যোগের পাশে থাকতে পেরে আমি গর্বিত। ’

এ সময় বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী দলকে শুভকামনা জানান মাশরাফি। স্বাগতিক দলের অধিনায়ক আলম খানের সঙ্গে ফটোসেশনে অংশ নেন মাশরাফি। বাংলাদেশ প্রতিবন্ধী দলের লাল-সবুজ জার্সিও গায়ে জড়ান মাশরাফি।

উল্লেখ্য, বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে সকাল ১০টায় এ আন্তর্জাতিক টুর্নামেন্টটির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।