ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

খুলনায় টাইগার যুবাদের ঘাম ঝরানো অনুশীলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
খুলনায় টাইগার যুবাদের ঘাম ঝরানো অনুশীলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ঘরের মাঠে ২০১৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের আসর। এ আসরে শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই খুলনায় চলছে বাংলাদেশের যুবাদের ক্রিকেট অনুশীলন ক্যাম্প।



সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিতেছে জুনিয়র টাইগাররা। সেটিকে আশার প্রতীক হিসেবে নিয়ে খুলনায় অনুশীলন ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন তারা। এছাড়া খুলনা জেলা দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন টাইগার যুবারা।

টাইগারদের অনুশীলন দলের নেতৃত্বে আছেন এক সময়কার জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল। যুবা ক্রিকেটারদের নতুন উপদেষ্টা তিনি। বিশ্বকাপের আগে তাকে পাওয়াটা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের বড় অর্জন হিসেবে দেখছেন দলের সবাই। জাতীয় দলের সাবেক কোচ আশাবাদী দলকে নিয়ে।

গত রোববার সকাল সাড়ে ৮টা থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের ইনডোরে শুরু হয় জুনিয়র টাইগারদের এ বিশ্বকাপ প্রস্তুতি। অনুশীলনের জন্য জুনিয়র টাইগাররা শনিবার বিকেলে খুলনায় এসে পৌঁছান।

মঙ্গলবার অনুশীলনের তৃতীয় দিনেও আসন্ন বিশ্বকাপ নিজেদের করে নেওয়ার স্বপ্ন নিয়ে কঠোর অনুশীলন করেন যুবারা। ১২ দিনের প্রাথমিক এ অনুশীলন ক্যাম্পে ২৪ জন ক্রিকেটার অংশ নিয়েছেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাংলানিউজকে বলেন, ভালো কিছু করতে পারলে আশা করি ভালো একটি ফল পাব।

কোচ মিজানুর রহমান বাবুল বলেন, দলের সবাই খুব পরিশ্রমী। প্রস্তুতি বেশ ভালোভাবেই এগিয়ে চলছে। সবারই সম্ভাবনা আছে মূল দলে থাকার।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এমআরএম/আইএ/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।