ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের নিঃশ্বাস দূরত্বে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
পাকিস্তানের নিঃশ্বাস দূরত্বে ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত। আর ২০১১ সালের পর অ্যাওয়ে টেস্ট সিরিজে এটিই ভারতীয় দলের প্রথম সাফল্য।

কলম্বো টেস্টের পর টেস্ট র‌্যাংকিং আপডেট (হালনাগাদ) করে আইসিসি। এতেই তিন রেটিং পয়েন্ট উন্নতি করে টিম ইন্ডিয়া। তবে অল্পের জন্য কোহলিরা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টপকাতে পারেননি।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে লঙ্কানদের ১১৭ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের রেটিং পয়েন্ট ছিল ৯৭। সেটিই এখন ১০০ ছুঁয়েছে। তাই ছয় থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে টিম ইন্ডিয়া। আর ৯৯ রেটিং পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ডের এক ধাপ অবনমন হয়েছে। অন্যদিকে, সিরিজ হেরে লঙ্কানরা তিন রেটিং পয়েন্ট পেছালেও সাত নম্বরেই অবস্থান করছে।

ভারতের সঙ্গে পাকিস্তানের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র এক। ১০১ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে পাকিস্তান। আরো এক রেটিং পয়েন্টে এগিয়ে থেকে তিনে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৬। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ধরাছোয়াঁর বাইরে দক্ষিণ আফ্রিকা।

র‌্যাংকিংয়ের আট, নয় ও দশ নম্বরে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তিন দলের রেটিং পয়েন্ট ৮১, ৪৭, ৫।

উল্লেখ্য, আগামী মাসে তিনটি টেস্ট সিরিজ শুরু হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ০৯ অক্টোবর চট্টগ্রামে দু’দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। মিরপুরে ১৭-২১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে দেশে ফিরবে সফরকারীরা।

১৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে। একদিন পর গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে ক্যারিবীয়রা।

নভেম্বর-ডিসেম্বরে দ. আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ০৫ নভেম্বর মোহালিতে দু’দল প্রথম টেস্টে মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।