ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিগ ব্যাশে ক্লার্কের চুক্তি প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
বিগ ব্যাশে ক্লার্কের চুক্তি প্রত্যাহার ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাশেজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন মাইকেল ক্লার্ক। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ থেকেও সরে দাঁড়িয়েছেন অজিদের সাবেক অধিনায়ক।

মেলবোর্নের দৈনিক দ্য এজ’র বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো এমন খবরই প্রকাশ করেছে।

মেলবোর্ন স্টার্সের সঙ্গে করা দু’বছরের চুক্তি প্রত্যাহার করেছেন ক্লার্ক। এ বছরের এপ্রিলে তিনি ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এমনটি তাকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়।

নিজের ক্রিকেট একাডেমিতে আরো সক্রিয় হওয়ার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্লার্ক। বর্তামানে তিনি স্ত্রী কাইলিকে নিয়ে ইউরোপে সময় কাটাচ্ছেন।

অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন’র হয়ে ধারাভাষ্য টিমে যোগ দেওয়ারও আগ্রহ প্রকাশ করেন ক্লার্ক। এছাড়াও আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে নিজের নাম জমা দেওয়ার কথা ভাববেন বলেও নিশ্চিত করেন। এমনটি ঘটলে আইপিএলের মধ্য দিয়েই তাকে আবারো মাঠে দেখা যেতে পারে!

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।