ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচ নিষিদ্ধ ইশান্ত-চান্দিমাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
এক ম্যাচ নিষিদ্ধ ইশান্ত-চান্দিমাল ছবি: সংগৃহীত

ঢাকা: অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে ভারতের ইশান্ত শর্মা ও শ্রীলঙ্কার দিনেশ চান্দিমালকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। কলম্বোয় তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে আইসিসির কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করেন এ দুই ক্রিকেটার।



মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) কলম্বোয় সিরিজ নির্ধারণী টেস্টে লঙ্কানদের ১১৭ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় করে টিম ইন্ডিয়া।

এদিকে, লঙ্কানদের আরো দুই ক্রিকেটার শাস্তির আওতায় পড়েছেন। ধাম্মিকা প্রসাদ ও লাহিরু ‍থিরিমান্নেকে ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ হারে জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এ চার ক্রিকেটারের ওপর শাস্তি আরোপ করেন।

একটি করে আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হয়ে প্রথম টেস্ট খেলতে পারবেন না ইশান্ত। অন্যদিকে, ০১ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কান দলে থাকছেন না চান্দিমাল।

কলম্বো টেস্টের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭৬ ওভার ব্যাট করে ২৭৪ রানে অলআউট হয় ভারত। শেষ ওভারে ক্রিজে থাকা ইশান্তের সঙ্গে দ্বন্দ্বে জড়ান চান্দিমাল। বোলিং প্রান্তে থাকা প্রসাদের সঙ্গেও ইশান্তের কথা কাটাকাটি হয়। আম্পায়াররা দুবার সতর্ক করলেও থিরিমান্নে উক্ত ঘটনায় যুক্ত হন। যা সুস্পষ্টভাবে আইসিসির আচরণ বিধির লঙ্ঘন। এ কারণেই চারজনকে কঠিন শাস্তির আওতায় আনা হয়েছে।

এর আগে দ্বিতীয় টেস্টেও বাজে আচরণের দায়ে ইশান্তকে ম্যাচ ফি’র ৬৫ শতাংশ জরিমানা করা হয়। পরবর্তী ১২ মাসের মধ্যে একই ধরণের অপরাধ করলে তাকে সর্বোচ্চ এক বছরের নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২,২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।