ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পর্দা উঠলো প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
পর্দা উঠলো প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: ঢাকায় শুরু হলো শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে পাঁচ জাতির আন্তর্জাতিক আইসিআরপি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।



পাঁচ জাতির আর্ন্তজাতিক এ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও ইংল্যন্ডের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে বিশ্বে এই প্রথমবারের মতো বহুজাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

শারীরিক প্রতিবন্ধীরাও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন সেই বার্তা সারাবিশ্বের কাছে পৌঁছে দিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এই টুর্নামেন্টের আয়োজন করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় অংশগ্রহণ সমাজের কুসংস্কার ও বৈষম্য কমিয়ে আনতে সাহায্য করবে বলেও মনে করেন আয়োজকরা।

এ টুর্নামেন্টে আইসিআরসিকে সহায়তা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হবে বিলম্ব হচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ টুর্নামেন্ট চলবে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো সাভারের বিকেএসপি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ছাড়াও টুর্নামেন্টের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান, আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান কিস্ট্রিন চিপোলা প্রমুখ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই টুর্নামেন্ট ও বাংলাদেশ জাতীয় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে সমাজের মূলধারায় অংশ নিতে পারেন সেই প্রচারণা চালাচ্ছেন তিনি।

শারীরিক প্রতিবন্ধিতার শিকার খেলোয়াড়দের ‘প্রতিভা অন্বেষণ কর্মসূচি’র মাধ্যমে বাংলাদেশ দলের সদস্যদের নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিকেএসপি এবং বাংলাদেশ ক্রীড়া পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে সারাদেশ থেকে আগ্রহী ও প্রতিভাবান ১৪৯ জন তরুণ অংশ নেন। যাদের মধ্য থেকে ২৬ জনকে বেছে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫, আপডেট ১২৫৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।