ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

ঢাকা: শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।

মাঠ খেলার অনুপযোগী হওয়ায় দুপুর দেড়টায় অাম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত করেন।

এর আগে সকাল ১১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান। আর দুপুর দেড়টায় দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। দুটি ম্যাচই বিকেএসপির মাঠে অনুষ্ঠিত হবে।

পাঁচ জাতির আর্ন্তজাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটি আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে বিশ্বে এই প্রথমবারের মতো বহুজাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।