ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীশান্তদের বিরুদ্ধে পুলিশের আপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
শ্রীশান্তদের বিরুদ্ধে পুলিশের আপিল ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৩ সালের স্পট ফিক্সিং মামলায় বেকসুর খালাস পেলেও আবারো ঝামেলায় পড়ছেন শ্রীশান্ত, অজিত চন্ডিলা, অঙ্কিত চৌহানরা। এবার দিল্লি হাই কোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো এমন খবরই প্রকাশ করেছে।

গত ২৫ জুলাই উপযুক্ত প্রমাণাদি না থাকায় স্পট ফিক্সিং কেলেঙ্কারির দায়ে চার্জশিটে থাকা অভিযুক্ত শ্রীশান্তসহ ৪২ জনকে বেকসুর খালাসের রায় প্রদান করে বিচার আদালত।

বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিচার বিভাগের রায়কে চ্যালেঞ্জ জানায় দিল্লি পুলিশ। তাদের পক্ষ থেকে দাবি করা হয়, বিচার বিভাগ প্রমাণাদিগুলো সঠিকভাবে পর্যালোচনা করেনি। স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের এভাবে খালাস দেওয়া মোটেও ঠিক হয়নি।

বিচার বিভাগ থেকে মুক্তি মিললেও পুলিশের করা আপিলের শুনানি শেষে শ্রীশান্তদের ভাগ্য নির্ধারিত হবে। অন্যদিকে, বিসিসিআই থেকে শ্রীশান্ত ও চৌহানের ওপর আজীবন নিষেধাজ্ঞা অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।