ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের বকেয়া পাওনা পাচ্ছেন ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
বিপিএলের বকেয়া পাওনা পাচ্ছেন ক্রিকেটাররা

ঢাকা: আগামী ২৫ নভেম্বর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর মাঠে গড়াবে। প্রথম দুই আসরের বকেয়া পাওনা হাতে নিয়েই বিপিএলের তৃতীয় আসর খেলতে নামবেন সাকিব-তামিম-মাশরাফি-মুশফিকরা।

আগামী রোববার অথবা সোমবার ক্রিকেটারদের বকেয়া পাওনা মিটিয়ে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে মুঠোফোনে বাংলানিউজকে এ তথ্য দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। তিনি জানান, ‘আগামী রোববার কিংবা সোমবার ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করে দেব। ’

তবে বকেয়া পাওনার কত শতাংশ ক্রিকেটাররা পাবেন সে ব্যাপারে সুস্পষ্টভাবে কিছু জানাননি তিনি। এ ব্যাপারে প্রশ্ন করা হলে আফজালুর রহমান বলেন, ‘বিসিবি’র পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় এ ব্যাপারে খেলোয়াড়দের সঙ্গে বসে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, কাকে কত দেওয়া যায়। ’

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে স্থানীয় ক্রিকেটারদের পাওনা পরিশোধের ব্যাপারে নাঈমুর রহমান দুর্জয়কে দায়িত্ব দেয়া হয়। সমঝোতার মাধ্যমে বকেয়া পারিশ্রমিক শিগগিরিই বুঝে পাবেন মুশফিক-মাশরাফিরা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।