ঢাকা: ক্রিকেটের দুই পরাশক্তি পাকিস্তান আর ভারতের বিপক্ষে সর্বশেষ দুটি টেস্ট সিরিজে হেরেছে এশিয়ার আরেক শক্তিশালী দল শ্রীলঙ্কা। পরপর দু’টি সিরিজে হারের হতাশা নিজের কাঁধে নিয়ে লঙ্কান দলের কোচ মারভান আতাপাত্তু দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) আতাপাত্তুর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
গত বছরের অক্টোবরে আতাপাত্তুকে লঙ্কান দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি দলটির অন্তবর্তীকালীন কোচ হিসেবে কয়েক মাস দায়িত্ব পালন করেছিলেন। অন্তবর্তীকালীন কোচ থাকাকালীন তিনি ইংল্যান্ড গিয়ে দলকে টেস্ট সিরিজ পাইয়ে দিয়েছিলেন। এছাড়া তার অধীনে লঙ্কানরা বিশ্বকাপে ভালো পারফর্ম করে।
গত পাঁচ বছরে শ্রীলঙ্কা দলের সপ্তম প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ৪৪ বছর বয়সী আতাপাত্তু। একই সঙ্গে তিনি লঙ্কানদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন। এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড জানায়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে আমরা আতাপাত্তুকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি প্রধান কোচের পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে খেলোয়ারদের সমর্থন দিয়েছেন। ভবিষ্যতে তার সাফল্য কামনা করছি।
সম্প্রতি ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ তে এগিয়ে থাকলেও পরের দুটি ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের বিপক্ষেও ঘরের মাটিতে টেস্টে হারে লঙ্কানরা।
শ্রীলঙ্কা দলের হয়ে আতাপাত্তু ৯০ টেস্টে মাঠে নামেন। ছয়টি ডাবল সেঞ্চুরি করা এ ব্যাটসম্যান সাদা পোশাকে মোট রান করেন ৫,৫০২। ওয়ানডেতে লঙ্কানদের জার্সি গায়ে খেলেন ২৬৮ ম্যাচ। এ ফরমেটে তার রয়েছে ১১টি শতক সহ ৮,৫২৯ রান।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর