ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের হারিয়ে লিড নিল অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
ইংলিশদের হারিয়ে লিড নিল অজিরা সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ১-০তে লিড নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সাউদাম্পটনের এ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৫৯ রানে হারিয়েছে অজিরা।



টস জিতে আগে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করে। শুরুটা ভালো করেও মাঝে কিছুটা ছন্দপতন ঘটে অজিদের। তবে, শেষ দিকে ম্যাথু ওয়েড আর মিচেল মার্শের অবিচ্ছিন্ন ১১২ রানের জুটিতে বড় সংগ্রহ দাঁড় করায় বিশ্বচ্যাম্পিয়নরা। ৩০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৪৬ রানে অলআউট হয় ইংলিশরা।

অজিদের উদ্বোধনী জুটিতেই আসে ৭৬ রান। ওপেনার জো বার্নস করেন ৪৪ রান। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৫৯ রান। এছাড়া দলপতি স্টিভেন স্মিথ ৪৪, জর্জ বেইলি ২৩, গ্লেন ম্যাক্সওয়েল ১৫, শেন ওয়াটসন ৬ রান করে বিদায় নেন।

সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫০ বলে ১২টি চার হাঁকিয়ে অপরাজিত ৭১ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়েড। আর ৩৪ বলে হার না মানা ৪০ রান করেন মার্শ।

ইংলিশদের হয়ে ১০ ওভার বল করে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন আদিল রশিদ।

৩০৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ইংলিশরাও বেশ ভালো করে। ওপেনিং জুটিতে তাদের আসে ৭০ রান। ওপেনার জ্যাসন রয় ৬৪ বলে ১১ চারে করেন ৬৭ রান। আরেক ওপেনার অ্যান্ড্রু হেলস করেন ২২ রান।

জেমস টেইলরের ব্যাট থেকে আসে ৪৯ রান। ইংলিশ দলপতি ইয়ন মরগান খেলেন ৩৮ রানের ইনিংস। তবে, মিডলঅর্ডার আর শেষের দিকের কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারলে ৪৫.৩ ওভারে স্বাগতিকরা গুটিয়ে যায়।

অজিদের হয়ে দুটি করে উইকেট তুলে নেন মিচেল স্টার্ক, কোল্টার-নাইল, প্যাট কামিন্স আর শেন ওয়াটসন।

ম্যাচ সেরা নির্বাচিত হন ম্যাথু ওয়েড।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।