ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) স্পন্সরশিপ ও এজেন্সি স্বত্ত্ব চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাতে বিসিবি’র ওয়েবসাইটে বিপিএল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের স্পন্সর আহ্বান করে বিজ্ঞাপন দেওয়া হয়।
বিপিএলের বিজ্ঞাপনে যেসব স্পন্সরশিপ চাওয়া হয়েছে সেগুলো হলো: টাইটেল স্পন্সরশিপ, কো-স্পন্সরশিপ, সহযোগী স্পন্সরশিপ, স্টেডিয়াম ব্র্যান্ডিং (গ্রাউন্ডস বোর্ড, মিড ওয়াল, সাইট স্ক্রিন, স্কোর বোর্ড, বাউন্ডারি রোপ, উইকেট ম্যাট, বোলিং প্রান্ত, ছাতা, স্টাম্প ব্র্যান্ডিং, ডাগআউট ব্র্যান্ডিং)।
অফিসিয়াল পার্টনারও চাওয়া হয়েছে। এর মধ্যে আছে কার্বোনেটেড বেভারেজ (সফট ড্রিংক বা কোমল পানীয়), অফিসিয়াল মিনারেল ওয়াটার, অফিসিয়াল এনার্জি ড্রিংক, অফিসিয়াল স্ট্র্যাটিজিক টাইম আউট, অফিসিয়াল আম্পায়ার স্পন্সর, অফিসিয়াল ব্যাংকিং, অফিসিয়াল মোবাইল অপারেটর, অফিসিয়াল ইন্টারনেট সার্ভিস, রেডিও ব্রডকাস্টিং ও মোবাইল স্কোরিং।
স্পন্সরশিপ পেতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিসিবির অফিসে আবেদন পাঠাতে হবে। তবে চ্যানেল নাইনের সাথে আগের চুক্তি বহাল থাকায় সম্প্রচার স্বত্বের কোনো বিজ্ঞাপন দেয়া হয়নি। আগামী ২৫ নভেম্বর শুরু হবে বিপিএলের তৃতীয় আসর।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
এসকে/আরএম