ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ও দ্বিতীয় আসরের বকেয়া পাওনা বুঝে পেয়েছেন ক্রিকেটাররা। রোববার (০৬ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে সিনিয়র তিন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের হাতে চেক তুলে দিয়ে বকেয়া পাওনা পরিশোধের আনুষ্ঠানিকতা শুরু করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
বিসিবি’র হিসাব বিভাগ থেকে পাওনা টাকার চেক সংগ্রহ করছেন ক্রিকেটাররা। সর্বমোট ৬৫ জন দেশী ক্রিকেটারের জন্য চেক প্রস্তুত করা হয়েছে।
বকেয়া পাওনা প্রদান প্রসঙ্গে আফজালুর রহমান বলেন, ‘আমাদেরও খারাপ লাগছিল। আমরা চাইনি তারা বঞ্চিত হোক। ক্রিকেটারদের চুক্তি ছিল ফ্র্যাঞ্চাইজির সাথে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফেল করায় সেটা আমরা দিয়ে দিচ্ছি। ওরা তিনজন (মাশরাফি, মুশফিক, তামিম) যেহুতু সিনিয়র তাই ওদের আগে দিয়েছি। সবাইকে যদি এক সাথে দিতে যাই তাহলে অনেক সময় লাগবে। বাকীরা হিসাব বিভাগ থেকে নিয়ে নেবে। আজই দেওয়া শেষ হয়ে যেতে পারে। ’
আফজালুর রহমান আরও জানান, প্রায় দুই কোটি টাকা দেওয়া হচ্ছে ৬৫ ক্রিকেটারকে। তবে কে কত টাকা পাচ্ছেন এ ব্যাপারে কিছু জানানো হয়নি বিসিবি’র পক্ষ থেকে।
আফজালুর রহমান আশা প্রকাশ করেন, ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত থাকায় সামনে আর পাওনা নিয়ে জটিলতার কোনো ব্যাপার থাকবে না।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বরর ০৬, ২০১৫
এসকে/আরএম