ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শচীনকে ছাড়িয়ে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
শচীনকে ছাড়িয়ে কোহলি ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অন্যতম উত্তরসূরী ভাবা হয় বিরাট কোহলিকে। একদিক থেকে এরই মধ্যে শচীনকে টপকে গেছেন ভারতের টেস্ট অধিনায়ক।

তবে কোনো ক্রিকেটীয় কীর্তিতে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতীয় ক্রিকেট ঈশ্বরের চেয়ে কোহলির জনপ্রিয়তাই বেশি।

সম্প্রতি দীর্ঘ ২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারত। কোহলির নেতৃত্বে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া। যার প্রভাব পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার (০৬ সেপ্টেম্বর) টুইটারে কোহলির ফলোয়ার বা অনুসারীর সংখ্যা আট মিলিয়ন ছাড়িয়েছে।

এর মধ্য দিয়ে স্বদেশী কিংবদন্তি শচীনকে পেছনে ফেলেছেন কোহলি। এখন পর্যন্ত টেন্ডুলকারের টুইটার অনুসারীর সংখ্যা ৭.৭৩ মিলিয়ন। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনির টুইটার অ্যাকাউন্টে ৪.৫২ মিলিয়ন ফলোয়ার শোভা পাচ্ছে।

ফলোয়াড়ের সংখ্যা আট মিলিয়ন ছাড়ানোয় টুইট বার্তায় কোহলির ভাষ্য, ‘৮ মিলিয়ন ফলোয়ারস! আমি খুবই উচ্ছ্বসিত। অপরিমেয় ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ। ’

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।