ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান অন্তবর্তীকালীন কোচ হলেন জায়ারত্নে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
লঙ্কান অন্তবর্তীকালীন কোচ হলেন জায়ারত্নে ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কান ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব নিয়োগ পেয়েছেন জেরম জায়ারত্নে। আসছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি।

আগের কোচ মারভান আতাপাতুর পদত্যাগের চারদিন পর নিয়োগ পেলেন জায়ারত্নে।

পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর দলের মূল কোচের দায়িত্ব থেকে সরে দাড়ান আতাপাতু। লঙ্কান ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মত দলটি ঘরের মাঠে টানা দুটি টেস্ট সিরিজ হারলো।

গত বছরের সেপ্টেম্বর থেকে অফিসিয়ালি লঙ্কান মূল কোচের দায়িত্ব পালন করে আসছিলেন আতাপাতু। তবে ঐ বছরের এপ্রিল থেকে অন্তবর্তী কোচ ছিলেন তিনি। আর ২০১১ সাল থেকে লঙ্কান দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি।

৪৯ বছর বয়সী জায়ারত্নে  ৯০’র দশকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। আর সর্বশেষ তিনি শ্রীলঙ্কার কোচদের প্রধান হয়ে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।