ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গার দুর্দান্ত সেঞ্চুরিতে ফাইনালে সারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
সাঙ্গার দুর্দান্ত সেঞ্চুরিতে ফাইনালে সারে ছবি: সংগৃহীত

ঢাকা: কুমার সাঙ্গাকারার অসাধারণ সেঞ্চুরিতে ফাইনাল নিশ্চিত করলো সারে। কেনিংটন ওভালে ইংলিশ কাউন্টি লিগের ৫০ ওভারের এ টুর্নামেন্টে নটিংহ্যামশায়ারের বিপক্ষে চার রানে জয় পায় সারে।

সেমিফাইনালের এ খেলায় ১৬৬ রান করেন সাঙ্গাকারা।

আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরনের খেলা থেকে অবসরে যাওয়া সাঙ্গা বর্তমানে সারের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। আর নিজের নামের প্রতি সুবিচার করে নিজ দলকে ফাইনালে ওঠাতে দারুণ ভূমিকা রাখেন এ শ্রীলঙ্কান কিংবদন্তি।

এদিন টসে জিতে আগে ব্যাট করা সারে নির্ধরিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ৩০০ রান করে। ১৩৮ বলে ১৩টি চার ও একটি ছয়ে ১৬৬ রান করেন সাঙ্গা। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন গ্যারে উইলসন।

জয়ের লক্ষে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে ২৯৬ রান করে নটিংহ্যামশায়ার। দলের হয়ে সর্বোচ্চ ১২৪ রান করেন গ্রেগ স্মিথ। এছাড়া ৫৪ রান আসে ড্যানিয়েল ক্রিস্টিয়ানের ব্যাট থেকে।

অসাধারণ ব্যাটিং ‍নৈপূণ্যের জন্য ম্যাচ সেরা হন কুমার সাঙ্গাকারা। আগামী ১৯ সেপ্টেম্বর গ্লচেস্টাশায়ারের বিপক্ষে লর্ডসে ফাইনাল ম্যাচ খেলবে সারে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।