ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নেটে সাকিব-তামিমদের কঠোর অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
নেটে সাকিব-তামিমদের কঠোর অনুশীলন ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি মাসেই টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তাই বসে থাকার সুযোগ নেই ক্রিকেটারদের।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) মিরপুর আউটার স্টেডিয়ামের নেটে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ব্যাটিং ক্লাসে যোগ দিয়েছেন সাকিব-তামিম-ইমরুল-মুশফিক-মুমিনুলন-সৌম্য-লিটনরা।
 
মুস্তাফিজ, শফিউল, শহীদ, জুবায়ের, নাসিরদের বল মোকাবেলা করেন বাংলাদেশের টপঅর্ডার ব্যাটসম্যানরা।

কোচ হাথুরুসিংহে ব্যাটসম্যান-বোলাদের খুঁটিনাটি বিষয় হাতে হাতেই দেখিয়ে দেন। একমাস ছুটি কাটিয়ে টাইগার কোচ ক্যাম্পে যোগ দেওয়ায় অনুশীলনে বাড়তি গুরুত্বও দিতে হয় ক্রিকেটারদের। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বেশ সময় নিয়ে টিপস দিয়েছেন কোচ।
 
শীর্ষ ক্রিকেটারদের নিয়ে গড়া কন্ডিশনিং ক্যাম্পে আছেন ২৪ ক্রিকেটার। তবে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা হয়ে গেলে এখান থেকে বেশ কয়েকজন ক্রিকেটার কমে যাবেন। মঙ্গলবারই ঘোষণা করা হতে পারে দলটি। ‘এ’ দলে জায়গা পেতে পারেন সৌম্য, নাসির, লিটনদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। যে দলটি আগামী সপ্তাহে ১৫ দিনের সফরে ভারত যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।