ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের ‘এ’ দলের নেতৃত্বে ধাওয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ভারতের ‘এ’ দলের নেতৃত্বে ধাওয়ান ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ক্রিকেট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিন দিনের ম্যাচে ভারতের ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান।

তবে ওয়ানডে সিরিজে জাতীয় দলের এ ওপেনারকে দলে রাখা হয়নি।

গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে হাতে ফ্র্যাকচার হওয়ায় সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে পড়েন ধাওয়ান। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। ইনজুরি কাটিয়ে উঠায় তাকে ‘এ’ দলে রাখা হয়েছে।

ভারত সফরে তিনটি ওয়ানডে ও দু’টি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। তিনটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচে সফরকারীদের প্রতিপক্ষ ভারতের ‘এ’ দল। অপর তিন দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক।

সূচি অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর।

২২ সেপ্টেম্বর শুরু হবে প্রথম তিনদিনের ম্যাচ, প্রতিপক্ষ কর্ণাটক। ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচটি মাঠে গড়াবে।

ভারত ‘এ’ দল (তিনদিনের ম্যাচ): শিখর ধাওয়ান (অধিনায়ক), অভিনাভ মুকুন্দ, করুণ নায়ার, শ্রেয়াস আয়ার, বাবা অপরাজিৎ, নোমান ওজা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস গোপাল, অভিমন্যু মিথুন, বরুণ অ্যারন, ইশ্বর পান্ডে ও শেল্ডন জ্যাকসন।

ভারত ‘এ’ দল (ওয়ানডে): উন্মুক্ত চাঁদ (অধিনায়ক), মায়ানাক আগারওয়াল, মানিশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সাঞ্জু স্যামসন, করুণ নায়ার, কুলদিপ যাদব, জয়ন্ত যাদব, করণ শর্মা, রিশি ধাওয়ান, শ্রিনাথ অরবিন্দ, ধাওয়ান কুলকার্নি, রুশ কালারিয়া ও গুরকিরাত সিংহ মান।

গতকাল (মঙ্গলবার) মুমিনুল হককে অধিনায়ক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত, জাতীয় দলের ক্রিকেটারদের আদলেই গড়া হয়েছে স্কোয়াড।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।