ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে হাডিনের অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
আন্তর্জাতিক ক্রিকেটে হাডিনের অবসর ছবি: সংগৃহীত

ঢাকা: মাইকেল ক্লার্ক, রায়ান হ্যারিস, ক্রিস রজার্সের পর আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ব্র্যাড হাডিন। অ্যাশেজ সিরিজ শেষেই তার অবসর নেওয়ার জোড়ালো সম্ভাবনা ছিল।

অবশেষে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণাটা দিয়েই দিলেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম ম্যাচ খেললেও পারিবারিক কারণে লর্ডস টেস্টে খেলেননি হাডিন। পরে তৃতীয় ম্যাচে তাকে আর দলে রাখা হয়নি। এরপরই তার অবসরের গুঞ্জন ওঠে। এর আগে সফল বিশ্বকাপ মিশন শেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান হাডিন।

এদিকে, ক’দিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন শেন ওয়াটসন।

অজিদের হয়ে ৬৬ টেস্টে ৩২.৯৮ গড়ে ৩,২৬৬ রান করেন হাডিন। ১৮টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে চারটি সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে ১২৬টি ম্যাচ খেলেন। যার শেষটি মোলবোর্নের বিশ্বকাপ ফাইনাল।

ওয়ানডেতে ৩১.৫৩ গড়ে ৩,১২২ রান করেন ৩৭ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান। এ ফরমেটে তার দখলে রয়েছে ১৬টি ফিফটি ও দু’টি সেঞ্চুরি। আর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে ৪০২ রান করেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।